৬৭ বছর বয়সে এসেও বলিউডের সবচেয়ে আলোচিত সিঙ্গেল তারকা সালমান খান। দীর্ঘ ক্যারিয়ারে প্রেমিকার তালিকা কম দীর্ঘ নয়, তবে কোনও সম্পর্কই টেকেনি শেষ অবধি। ফলে বয়স যতই হোক, বিয়ে নিয়ে সল্লুর তেমন আগ্রহ বা প্রস্তুতি নেই বলেই ধারণা সবার।
তবে এবার ভক্তরাই যেন নিলেন নতুন এক উদ্যোগ—সালমানের জন্য পাত্রী খোঁজা! আর সেই তালিকায় উঠে এসেছে এক চেনা মুখের নাম, বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
সম্প্রতি আমিশার একটি পুরোনো সাক্ষাৎকারের ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে সালমানের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “সালমান যেমন আছে, তেমনই থাকুক। ওকে বিয়ে করতে হবে না। সালমানকে এইরকম থাকলেই সবচেয়ে কুল লাগে।”
এই বক্তব্য ঘিরেই সালমান ভক্তদের নতুন পরিকল্পনা—যেখানে ৪৯ বছরের সিঙ্গেল আমিশা আর ৬৭ বছরের সিঙ্গেল সালমানকে জুটি হিসেবে দেখতে চান তারা। তাদের যুক্তি, দু’জনেই একা, আর যদি একসাথে হন, তাহলে হয়তো প্রেমের খোঁজে থাকা পথটা একসাথে হেঁটে যাওয়া যাবে।
এ নিয়ে বলিউডে গুঞ্জন চলছে, তবে সালমান বা আমিশার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। ভক্তরা যদিও ইতিমধ্যেই #SalMeesha ট্রেন্ড করাতে শুরু করেছেন সোশাল মিডিয়ায়।
আরএ/টিএ