ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ভারত। সব শ্রেণিপেশার মানুষ তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন।
শোকের মাতম যেমনটা ছেয়েছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে, তেমনি শোক ছেয়ে গেছে পাকিস্তানের শোবিজেও। ইতিমধ্যে দুই দেশের অনেক তারকাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন। এবার মুখ খুললেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
মর্মান্তিক এ হামলার প্রতিক্রিয়ায় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ক্ষোভ প্রকাশ করেছেন।
কাশ্মীরি মানুষের হৃদয়ে যে ক্ষোভ জমছে, তা তুলে ধরার পাশাপাশি তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। অভিনেতা বলেন, ‘এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। নিন্দা করার ভাষা নেই। কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে।
কাশ্মীরিরাও ঠিক একই জিনিস অনুভব করছেন। জানি, সরকার পদক্ষেপ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা ভুলে যাওয়া অসম্ভব। হত্যাকারীদের প্রতি ধিক্কার রইল।’
অর্থের চেয়েও তাঁরা অতিথিকে বেশি গুরুত্ব দেন। এই হামলায় তাঁদের আত্মসম্মানেও আঘাত লেগেছে। যাঁরাই কাশ্মীর ঘুরতে গিয়েছেন, তাঁরা জানেন, কতটা আন্তরিকতা নিয়ে সেখানকার মানুষ অতিথিদের সেবা করেন। আজ সেই কাশ্মীরিরাই বলছেন, তাদের ভূমিতে কী করে এমন বর্বরতা ঘটল? উপত্যকা জুড়ে এখন ক্ষোভ আর হতাশা।”
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান- এই ঘটনা সবাইকে এক করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন এ অভিনেতা।
এদিকে পহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া গত ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ১৩৭৬ ভারতীয় নাগরিক ফিরে এসেছেন। তারা এতদিন পাকিস্তানে অবস্থান করছিল। অন্যদিকে ভারত থেকে ৭৮৬ জন পাকিস্তানি দেশে ফিরে গিয়েছেন।
আরএম/টিএ