পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না : কড়া বার্তা মরিয়ম নওয়াজের

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এই প্রেক্ষাপটে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেন, "আল্লাহর রহমতে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। আমাদের উপর কেউ সহজে হামলা করার সাহস করবে না।" তিনি আরও বলেন, "দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে।"

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেন, "ভারতের আগ্রাসন অব্যাহত থাকলে, পরিস্থিতি 'সম্পূর্ণ যুদ্ধ'-এ রূপ নিতে পারে।" তিনি আরও বলেন, "পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে শুধুমাত্র যদি দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।"

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভারত যদি পাকিস্তানের উপর হামলা চালায়, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব।"

এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।


এসএস/এসএন

Share this news on: