ঝিনাইদহের মহেশপুরের সেই নিজাম উদ্দিন মন্ডল, যিনি এক যুগ ধরে বিএনপিকে ক্ষমতায় দেখার আশায় ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, এখন ঢাকায় উন্নত চিকিৎসার আওতায় আছেন। বুধবার (৩০ এপ্রিল) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং চিকিৎসকদের পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলে ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। তারা নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
নিজাম উদ্দিন ২০১৪ সালে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলায় খিচুড়ি নষ্ট হওয়ার ঘটনার পর ক্ষুব্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকেই শুধু রুটি ও কলা খেয়ে দিন পার করছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ ডা. দেবব্রত জানান, তার ফুসফুসে ক্ষতের লক্ষণ দেখা যাচ্ছে এবং ক্যান্সার আছে কি না, তা পরীক্ষার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। এসব পরীক্ষা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে করা সম্ভব।
ডা. রফিকুল ইসলাম জানান, দলের পক্ষ থেকে তার সব চিকিৎসার খরচ বহন করা হবে এবং দলের প্রতি তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
এদিন নেতৃবৃন্দ নিজাম উদ্দিনের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। তার সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা বিএনপির নেতারাও।
এসএস/এসএন