ব্রাজিল-রিয়াল নাটকীয়তার মধ্যে আনচেলত্তিকে সৌদির লোভনীয় প্রস্তাব

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে মরিয়া ছিল ব্রাজিল। ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে তারা রাজি করিয়েও ফেলেছিল রিয়াল মাদ্রিদ কোচকে। কিন্তু সব কিছু চূড়ান্ত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নাটকীয়ভাবে মত বদলেছেন আনচেলত্তি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপে আপাতত ক্লাবেই থাকছেন তিনি।

ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইতালিয়ান এই কোচ মৌখিক সম্মতি দিয়েছিলেন। এমনকি ওই প্রস্তাবটি হলে সেটিই হতো জাতীয় দলের কোচদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। কিন্তু আনচেলত্তির সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন পেরেজ। জানা গেছে, ক্লাব বিশ্বকাপসহ চুক্তির মেয়াদ (২০২৬ সালের জুন) পর্যন্ত রিয়ালের ডাগআউটে তাকেই দেখতে চান ক্লাব সভাপতি।

‘গ্লোবো’ জানিয়েছে, লন্ডনে ব্রাজিলীয় কর্মকর্তাদের সঙ্গে আনচেলত্তির বৈঠকটি ইতিবাচকভাবে দেখেননি পেরেজ। এরপরই কোচকে তার চুক্তির কথা মনে করিয়ে দেন তিনি। এমনকি চুক্তি পূর্ণ না করলে আনচেলত্তিকে নির্ধারিত সম্পূর্ণ পারিশ্রমিক না দেওয়ার হুমকিও দেন।

এই অবস্থার মাঝেই আনচেলত্তিকে আরও বড় প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তারা তাকে মৌসুমপ্রতি ৪০ মিলিয়ন ডলার (প্রায় ৫০০ কোটি টাকা) পারিশ্রমিক দিতে চায়। এটি ব্রাজিলের দেওয়া ১১ মিলিয়ন ডলারের প্রস্তাবের প্রায় তিনগুণ।

তবে স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো ডিপার্টিভো’ জানিয়েছে ভিন্ন তথ্য। তারা বলছে, আল-হিলাল আনচেলত্তিকে দিয়েছে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, যা আগের দেওয়া ২০ মিলিয়নের প্রস্তাব থেকে দ্বিগুণেরও বেশি। এখনো পর্যন্ত আনচেলত্তি সৌদি ক্লাবটির আহ্বানে সাড়া না দিলেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে, আল-হিলালের বর্তমান কোচ জর্জ জেসুসকেও ব্রাজিল 'প্ল্যান বি' হিসেবে বিবেচনা করছে। তিনি নিজেও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেতে আগ্রহী। অন্যদিকে, যদি আনচেলত্তি শেষ পর্যন্ত রিয়াল ছাড়েন, তাহলে সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে জাবি আলোনসোর নাম। বায়ার লেভারকুসেনের বর্তমান এই কোচকে আগে থেকেই রিয়াল টার্গেট করে রেখেছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া এরিক টেন হাগের নামও আলোচনায় এসেছে।


এসএস/এসএন

Share this news on: