এক মাসে কত টাকার টিকিট বিক্রি হলো চার সিনেমার

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি বাংলা সিনেমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’—এই চারটি ছবি ইতোমধ্যে দর্শকপ্রিয়তার পাশাপাশি টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে।

২৯ দিনের হিসাব অনুযায়ী, এই চারটি সিনেমার টিকিট বিক্রি ছাড়িয়েছে ৭৫ কোটি টাকা। দেশের প্রেক্ষাগৃহ থেকেই এসেছে এই আয়।

সবচেয়ে বেশি আয় করেছে শাকিব খানের ‘বরবাদ’। জানা গেছে, মুক্তির ২৫ দিনের মাথায় ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকা। এ ছবি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

এরপর রয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো। ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা।

এম রাহিম পরিচালিত ‘জংলি’, যেখানে সিয়াম আহমেদ মুখ্য ভূমিকায়, আয় করেছে ৪ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ বিক্রি করেছে ১ কোটি ১০ লাখ টাকার বেশি।

প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, চারটি ছবিই ইতোমধ্যে বাজেট ছাড়িয়ে আয় করেছে। ‘বরবাদ’-এর বাজেট ছিল প্রায় ১৫ কোটি টাকা, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ নির্মিত হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে।

দেশের ভেতরে দর্শকের এমন আগ্রহ দীর্ঘদিন পর দেখা গেল। ঢাকার মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মফস্বলের সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড়। এমনকি দেশের বাইরে—উত্তর আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়ায় ‘বরবাদ’ ও ‘জংলি’-র শো ছিল হাউসফুল। বিদেশে আয় সম্পর্কিত তথ্য এখনো পাওয়া না গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সে হিসাবও প্রকাশ হবে।

এদিকে ঈদ-পরবর্তী প্রায় এক মাস পেরিয়ে গেলেও চারটি সিনেমা এখনও প্রেক্ষাগৃহে চলছে দর্শক টেনে। প্রযোজক-পরিচালকেরা বলছেন, দর্শকের আগ্রহ ও টিকিট বিক্রিতে তারা দারুণভাবে সন্তুষ্ট।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জ্বালানি সরবরাহ বাড়াতে পেট্রোবাংলার পদক্ষেপ May 01, 2025
img
দেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা May 01, 2025
ব্রয়লার মুরগিতে নতুন ব্যাকটেরিয়ার ভয়ংকর রূপ! May 01, 2025
২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা May 01, 2025
আট মাসে দুদকের হানায় জব্দ ১৩ হাজার কোটি টাকার সম্পদ May 01, 2025
পাকি'স্তানের আকাশসীমা বন্ধে ভুগছে যুক্তরাষ্ট্রের যাত্রীরা May 01, 2025
সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ May 01, 2025
img
লোকসান কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো-ওজোপাডিকো May 01, 2025
img
বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবি, ৫ মে সারাদেশে মানববন্ধন May 01, 2025
img
৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী May 01, 2025