দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে আবারও জোর গুঞ্জন।এবার কি তবে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সম্প্রতি বলিউড পরিচালক রাজ নিধিমরুর সঙ্গে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার পর এমন প্রশ্ন উঠেছে সিনে দুনিয়ায় ও ভক্তদের মাঝে।
ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সংসার ভাঙ্গার পর একের পর এক ঝড় বয়ে গেছে অভিনেত্রী সামান্থা প্রভুর জীবনে। বিচ্ছেদের পর অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেখানে আর কারো জায়গা নেই। কিন্তু প্রেম কি কখনো বলে কয়ে আসে? যে সামান্থা মনের দরজায় তালা দিয়েছিলেন, তার মনের নাগাল পেলেন বলিউডের পরিচালক রাজ নিধিমরু।
৯ মে সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’ মুক্তি পেতে যাচ্ছে। তার আগে তিরুপতি বালাজীর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও। নেটিজেনদের দাবি, নাগার সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নাকি রাজ নিধিমরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পরপর কাজ করছেন তিনি।
২০২৪ সালের নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় রাজ এবং ডিকের পরিচালিত ‘সিটাডেল হানিবাডি’ নামের ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে।
শুধু তাই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেছিলেন সামান্থা।
সম্প্রতি পিকাবোল চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা। এবার দুজনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটিজেনদের একাংশের দাবি, তাদের বিয়ে হয়ে গেছে। কেউ কেউ লিখছেন, বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী। যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
এসএন