বাড়ির আঙিনায় খড় আনতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খড় আনতে গিয়ে বজ্রাঘাতে সাঞ্জিদা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাঞ্জিদা ওই গ্রামের প্রবাসী আল-আমিন মিয়ার স্ত্রী। ছয় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আল-আমিন। বৃহস্পতিবার সকালে তার আবার বিদেশ (দুবাই) যাওয়ার কথা ছিল। সেই উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনদের আনাগোনা ছিল।

আল-আমিনের ভাবি আকলিমা বলেন, ‘বৃহস্পতিবার আমার দেবরের বিদেশ যাওয়ার কথা। আত্মীয়দের আপ্যায়ন শেষে খড় আনতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সাঞ্জিদা।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে, বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, “পরিবার থেকে আবেদন করলে সরকারি সহায়তার বিষয়ে বিবেচনা করা হবে।”


এসএস/এসএন

Share this news on: