এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট

এশিয়ান গেমসের পরের আসরেও রাখা হয়েছে ক্রিকেট ইভেন্ট। গত সোমবার ৪১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতাটি।

এশিয়ান গেমসে এনিয়ে চতুর্থবারের মতো দেখা যাবে ক্রিকেট। প্রথম দুইবার-২০১০ সালে চীনের গুয়াংঝু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচেয়নে অনুষ্ঠিত আসরে ক্রিকেট ইভেন্টকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়নি। ৮ বছর পর, ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেট ফেরানো হয়। সেবার ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়া হয়।

২০২৩ সালে ক্রিকেট ইভেন্টে পুরুষ ক্যাটাগরিতে স্বর্ণ জিতে ভারত। আফগানিস্তান রূপা ও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পায়। নারীদের ক্যাটাগরিতেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে জেতে সোনা ও ব্রোঞ্জ। আর শ্রীলংকা জেতে রূপা।

দুই ক্যাটাগরিতে অংশ নেওয়া অন্য দেশগুলো ছিল- পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্ট। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অংশ নেবে ৬টি করে দল। তবে কীভাবে দল বাছাই করা হবে, সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ