জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরেই পড়লেন অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বুয়েট ক্লাবের একটি অনুষ্ঠানে তার গান গাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ দেয়া হয় তাকে। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন ন্যান্সি।
বিষয়টি নিয়ে ন্যান্সি বলেন, “আজ সন্ধ্যায় বুয়েট ক্লাবের একটি অনুষ্ঠানে আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু গতরাতে হঠাৎ জানতে পারি যে আমাকে বাদ দেওয়া হয়েছে শিল্পী তালিকা থেকে।”
কারণ হিসেবে আয়োজকেরা ন্যান্সিকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী জানিয়েছেন—শিল্পীদের তালিকা দেখে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাই যদি কোনো রাজনৈতিক পরিচয়সম্পন্ন শিল্পী পারফর্ম করেন, তাহলে তারা পুরো অনুষ্ঠান বয়কট করবেন।
এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে ন্যান্সি বলেন, “বুয়েট ক্লাবের সদস্যরা হঠাৎ করে কীভাবে আমার রাজনৈতিক মতাদর্শ জানলেন? আর ধরুন জানলেনই—কীভাবে একজন শিল্পীকে এভাবে অসম্মান করা যায়? আমি কি নিজে থেকে গিয়ে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, না কি আপনারাই আগ্রহ দেখিয়েছিলেন? অগ্রিম কোনো সম্মানিও তো দেওয়া হয়নি! তাহলে এভাবে অনুষ্ঠান বাতিল করা কি পেশাদার আচরণ?”
ঘটনা নিয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ন্যান্সিকে এভাবে বাদ দেয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এফপি/টিএ