বিসিএসের আবেদনে চিকিৎসকদের জন্য বয়সসীমা বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি ও পিএসসির কাঠামোগত সংস্কারসহ চার দফা দাবিতে আগামী ৫ মে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। তাদের অভিযোগ, স্বাস্থ্যখাতে এখনো বৈষম্য ও অবহেলা বিদ্যমান।
বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বক্তারা বলেন, অন্যান্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বাড়ানো হলেও বিসিএস স্বাস্থ্য ক্যাডারে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এক বছর ইন্টার্নশিপের কারণে চিকিৎসকদের কর্মজীবনে প্রবেশ করতে গড়ে তিন বছর বেশি সময় লাগে।
তারা আরও বলেন, দেশে চিকিৎসকের ঘাটতি থাকা সত্ত্বেও নিয়মিত বিসিএস না হওয়ায় অনেক যোগ্য চিকিৎসক বেকার থাকছেন এবং বয়স পেরিয়ে যাচ্ছে। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদেরও অপচয় হচ্ছে। বর্তমানে বিসিএস প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগায় স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মূল দাবি উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট ডা. মো. মাহমুদুর রাহমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ডা. রুহুল আমিন, ডা. রাইয়ান হাশার, ডা. গোলাম সামদানী, ডা. মাশরুর ত্বাকী তালহা ও ডা. আব্দুল্লাহ ইবনে এনামসহ অন্যান্যরা।
বিএমসির চার দফা দাবি হলো-
১. অতিদ্রুত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছর করা।
২. পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং ছাত্রদের প্রস্তাবিত পিএসসি সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা।
৩. বিশেষ বিসিএসে উল্লেখযোগ্য সংখ্যক ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া।
৪. বিসিএসের সম্পূর্ণ কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করা এবং প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম এক থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া।
এফপি/টিএ