‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে, এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়ছে। এমন পরিস্থিতিতে, ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, জানিয়ে দিয়েছে যে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা পূর্ণ প্রস্তুত।

এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে— প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে ভারতকে “ধৈর্যের পরীক্ষা” নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, “আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে— আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই: আমরা প্রস্তুত — আমাদের পরীক্ষা নিও না।”

তিনি আরও কলেন, “সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান, সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “যদি তারা (ভারত) সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে — তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের (সিদ্ধান্ত)।”
‘প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন’

পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যে কোনও মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে।

তিনি বলেন, “ভারতীয় হুমকির বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিও ইতোমধ্যেই জারি করা হয়েছে।”

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় যে কোনও আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী সকল ফ্রন্টে যে কোনও হুমকির জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যেসব নিরামিষ খাবারেও খুঁজে পাবেন সুস্থতার চাবিকাঠি May 02, 2025
img
গিল-বাটলারের ঝড়ে হায়দরাবাদের বিপক্ষে বিশাল পুঁজি গুজরাটের May 02, 2025
img
মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের May 02, 2025
img
রাখাইনে জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার May 02, 2025
img
যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের রুট পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন খালেদা জিয়া May 02, 2025
বাংলাদেশীকে তুলে নেয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী May 02, 2025
img
আশুগঞ্জ-আগরতলা সড়কের কাজ দেখে সচিবের অসন্তোষ প্রকাশ May 02, 2025
img
সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম May 02, 2025
img
সীমান্তে পতাকা বৈঠক, বিজিবি-বিএসএফ ফেরত দিলো দুই দেশের নাগরিকদের May 02, 2025
আ. লীগের নিষিদ্ধকরণ নিয়ে যা বললেন নাহিদ May 02, 2025