মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীর সদর উপজেলার মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি মাদ্রাসার একটি শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দিয়েছে। অন্যদিকে নিহতের মায়ের অভিযোগ, মাদ্রাসায় নির্যাতন করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

নিহত জিদান উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামের ফজল মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে এবং তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

নিহতের মা সাবরিনা খাতুন জুমা জানান, তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে জিদান তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে আবাসিকে থেকে পড়ালেখা করে। মঙ্গলবার বিকেলের দিকে তার দাদা মো. নুরুল হক বাবুল তার নাতিকে দেখতে মাদ্রাসায় যায়। সেখানে তিনি দেখেন তার নাতির বমি পড়ে আছে মাদ্রাসার ফ্লোরে। তখন মাদ্রাসায় মুতামিম আফজাল হোসাইন জিদানের দাদাকে জানায়, আপনার নাতি পড়ালেখা পারে না এজন্য শাস্তি দিয়েছি।

তিনি বলেন, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মাদ্রাসার মুতামিম ফোন করে আমাকে জানায় আপনারা দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। আপনার ছেলে মাদ্রাসায় গলায় ফাঁস দিয়েছে।

অভিযোগ করে নিহতের মা আরও বলেন, মাদ্রাসার শিক্ষকরা আমার ছেলেকে হত্যা করে। এরপর ফাঁসির নাটক সাজায়। তারা আমার ছেলেকে এর আগেও শারীরিকভাবে নির্যাতন করেছে।

ওই মাদ্রাসার মুতামিম আফজাল হোসাইন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই ছাত্র বিকেলের দিকে মাদ্রাসার শৌচাগারে ঢুকে। ওই সময় আরও দুজন ছাত্র শৌচাগারে ঢুকতে অপেক্ষায় ছিল। সেখানে জিদান পায়জামার সঙ্গে থাকা নেয়ার (রশি) দিয়ে গলায় ফাঁস দেয়। তখন ওই ছাত্ররা শৌচাগারে ঢুকতে দরজা ধাক্কাধাক্কি করলে দরজা খুলে যায়। পরে তারা জিদানের মরদেহ দেখে আমাদের জানায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মো. শাহরিয়ার বলেন, ফাঁস হলে পিছনের দিকে দাগ থাকার কথা না। ফাঁসের বিষয় হলে পিছনে দাগ থাকত না। কিন্তু আমি প্রাথমিক অবস্থায় জিদানের গলার পিছনের দিকে তার দাগ দেখতে পেয়েছি। তাই প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, অনেকে অনেক কথা বলবে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মাদ্রাসায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী, গ্রেফতারি পরোয়ানার হুঁশিয়ারি আদালতের May 01, 2025
img
রিয়াজ, শাওন, চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা May 01, 2025
img
শ্রমিকের জীবনসংগ্রাম নিয়ে দেখতে পারেন এই ৭ ছবি May 01, 2025
img
৫ ভারতীয় নাগরিককে অপহরণ May 01, 2025
img
রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল May 01, 2025
img
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানালেন মির্জা ফখরুল May 01, 2025
img
সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান May 01, 2025
১৪৮ বছরের ইতিহাসের টেস্ট ক্রিকেটে যে রেকর্ড গড়লেন মিরাজ May 01, 2025
img
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একই: গয়েশ্বর May 01, 2025
img
রেস্টুরেন্টে খেতে গেলে শুধু ছেলেরাই কেন খাবারের বিল দেবে: সিফাত নুসরাত May 01, 2025