গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা জানান।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখে দেখবে। গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। বিএনপির অপরাধ হলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকার চায়। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করুন। জনগণ প্রত্যাখান করলে মাথা পেতে নেবো।
বিএনপির এই নেতা বলেন, আরাকানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা একসময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।
আরআর/এসএন