গেল ফেব্রুয়ারিতে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে সরে যান সাবেক ক্রিকেটার হান্নান সরকার। তবে এখনো তার স্থলে নতুন কাউকে নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শিগগিরই সে শূন্যস্থান পূরণের আভাস দিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
বিসিবিতে সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। এর বড় একটা সময় ছিলেন বয়সভিত্তিক দলের দায়িত্বে। এরপর তার ওপর বর্তায় জাতীয় দলের দায়িত্বও। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করেছেন তিনি।
তবে ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব কোচিংয়ে মনযোগী হয়েছেন হান্নান। পদত্যাগের পর কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই পেয়েছেন সাফল্যের দেখা। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার কোচিংয়ে শিরোপা জিতেছে আবাহনী।
এদিকে হান্নানের পদত্যাগের পর বিসিবি নতুন কোনো নির্বাচক নিয়োগ না দেওয়ায় গেল তিন মাস লিপু এবং রাজ্জাক মিলেই দায়িত্ব সামলেছেন।
নতুন করে এবার তাদের সঙ্গে আরেক নির্বাচককে যুক্ত করার আভাস দিয়েছে বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, নতুন আরেকজন সিলেক্টর যুক্ত করতে চায় বিসিবি।
যদিও নতুন করে কে হবেন নির্বাচক সেটি নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে সব থেকে এগিয়ে বলা যায় নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
আরআর/এসএন