বাংলাদেশী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামান্তা পারভেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে মিডিয়া জগতে তার অভিজ্ঞতা ও গুজব-সমালোচনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তার কথায়, তিনি কখনোই মিডিয়ার বিতর্কিত বিষয়গুলো নিয়ে চিন্তা করেন না এবং সব সময় পেশাদারিত্বে বিশ্বাসী।
মোশারফ করিম সম্পর্কে সামান্তা পারভেজ জানিয়ে দেন, "মোশারফ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তিনি আমাকে অভিনয়ে অনেক সহায়তা করেছেন। উনি যেভাবে বুঝিয়ে দেন, সেটি অনেক সময় ডিরেক্টররা পারেও না।"
কাস্টিং নিয়ে তিনি জানান, অনেক হিরোইনদের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কাজের নির্বাচন করা হয়, যা তিনি মোটেও সমর্থন করেন না। "আমি সবার সাথেই কাজ করতে চাই, সম্পর্কের ভিত্তিতে কাউকে বাদ দিতে চাই না," বলেন সামান্তা।
গুজব এবং সমালোচনার বিষয়ে তিনি বলেন, "এসব আমাকে একটুও প্রভাবিত করে না। আমার আম্মু সব সময় আমাকে সমর্থন করেন এবং বলেন, ‘যা হয়েছে, তা ভালো জন্যই হয়েছে।' তাই আমি এসব নিয়ে টেনশন করি না।"
তিনি আরও যোগ করেন, "আমি কখনো এমন কোনো কাজ করি না যা নিয়ে লজ্জা পাব।"
মিডিয়ার রাজনীতি নিয়ে সামান্তা বলেন, "কাস্টিংয়ে অনেক সময় পক্ষপাতিত্ব করা হয়। কিছু হিরো এবং নায়িকা শুধু তাদের পরিচিতদের সাথেই কাজ করতে চান। আমি বরাবরই বলি, সবার সাথেই কাজ করা উচিত এবং আমি কখনোই পক্ষপাতিত্ব করি না।"
এসএন