দীর্ঘদিন পর একই দিনে নকআউট পর্বে হেরে গেছেন মেসি-রোনালদো। নিজ নিজ দলের হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছেন ফুটবলের এই দুই মহাতারকা।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের।
ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন ৪০ বছর বয়সী রোনালদো।
ম্যাচে দুটি ফ্রি কিকসহ তিনবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এতেই সৌদি আরবে শিরোপা অভিযান আরো দীর্ঘ হলো রোনালদোর।
অন্যদিকে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডার ভ্যাংকুভারের হোয়াইটক্যাপসের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বাদ পড়েছে মেসির ইন্টার মায়ামি।
প্রতিদ্বন্দ্বী রোনালদোর মতোই মায়ামির হয়ে ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসিও।
বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেননি এই আর্জেন্টাইন মহানায়ক।
আরএম/টিএ