কাশ্মীর ইস্যুতে ভারতের আগ্রাসী ভূমিকার কারণে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) নিউইয়র্কে ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের ব্রিফিংকালে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার এ মন্তব্য করেন। খবর জিও টিভির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। খবর জিও টিভির।
বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে উল্লেখ করে আসিম ইফতিখার বলেন, ভারত সরকারের বর্তমান কার্যকলাপ কেবল পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়িয়ে তুলছে।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করেছেন ওআইসি রাষ্ট্রদূতরা। তারা পাকিস্তান সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ওআইসি রাষ্ট্রদূতরা জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির জন্য জম্মু ও কাশ্মীর সমস্যার একটি ন্যায়সঙ্গত, টেকসই ও আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী সমাধান প্রয়োজন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ওআইসির গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূতরা আরও বলেন, কাশ্মীরের জনগণ দীর্ঘদিন ধরে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় একটি বড় বাধা হয়ে রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আন্তর্জাতিকভাবে নতুন মাত্রা দিতে পারে এবং ভারতের বর্তমান নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে সহায়ক হতে পারে।
আরএ/টিএ