মৃত্যু ভয় এড়িয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!

বলিউডের খ্যাতনামা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, যাঁর পর্দায় অভিনয় দেখে পুরো ভারত মুগ্ধ। তবে তিনি শুধু অভিনয়ে নয়, ক্যামেরার পিছনেও পূর্ণ দক্ষতা দেখিয়েছেন।

পরিচালক সেজাল শাহের থ্রিলার ‘কোস্তাও’ সিনেমার জন্য নওয়াজ এমন একটি ঝুঁকি নিয়েছেন, যা শুনে নেটিজেনরা অবাক হচ্ছেন।

এই সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যকে পর্দায় আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি সোজা ঝাঁপ দিয়েছিলেন থিকথিকে কুমির ভর্তি লেকে! ভয়াবহ বিপদের আশঙ্কা জেনেও সেই দৃশ্য নিজেই করেছিলেন নওয়াজ, এমনকি পাকা সাঁতারু না হওয়া সত্ত্বেও!

পরিচালক সেজল বলছেন, “আমরা অ্যাকশন দৃশ্যগুলোকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছিলাম। সে কারণেই কোনও ভিএফএক্স বা বডি ডাবল নয়, নওয়াজ নিজেই সব স্টান্ট করেছেন। এক জায়গায় একটা লেকে ডাইভ দিতে হয়, যেটা কুমিরে ভর্তি ছিল। সেটাও নওয়াজ নিজেই করেছেন!এতটুকুও পিছপা হননি করার আগে।”

শুধু তাই নয়, ছবির আরেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে ছিল একটি হাই-স্পিড বাইক চেজ। শ্যুটিং চলাকালীন বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নওয়াজ থামেননি! চরিত্রের মধ্যে এতটাই ঢুকে পড়েছিলেন তিনি যে বাইকের গতি কমানোর কোনও চেষ্টাই করেননি। ফলে ক্যামেরাতেও ক্যাপচার হয় সেই সত্যিকারের টেনশন।

ছবিটি বাস্তব এক কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। গোয়ার ডার্ক স্মাগলিং ওয়ার্ল্ড ঘিরে আবর্তিত হচ্ছে গল্প। নওয়াজকে দেখা যাবে সেই কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়। যিনি একাই রুখে দাঁড়ান গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে।

তবে যেই মুহূর্তে তিনি সত্য উন্মোচনের পথে এগোন, সিস্টেমই তাকে ফাঁসিয়ে দেয় খুনের মামলায়! শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই—যেখানে প্রতিপক্ষ শুধুই অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন!
 নির্মাতাদের মতে, নওয়াজের ‘কোস্তাও’ শুধুই থ্রিলার নয়, এটা একটা বিবৃতি। একটা অবস্থান। একটা বিদ্রোহ।

নওয়াজ ছাড়াও এই সিনেমায় আছেন প্রিয়া বাপট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আগামী ১লা মে ‘কোস্তাও’ মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামাইয়ের হাতে প্রাণ গেল শাশুড়ির May 01, 2025
img
আগামীকাল ‘বরবাদ’-এর ‘জিল্লু’ আসছেন ঢাকায় May 01, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকের জন্য সববিছু করা হবে : দুলু May 01, 2025
img
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন আইএসআই প্রধান May 01, 2025
img
দাবানলে বিপর্যস্ত ইসরায়েল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা May 01, 2025
img
ডেভিল হান্ট অভিযানে আটক আ. লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা May 01, 2025
সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি বানিয়েছি সেই বাড়ি তারা ভেংগে দিচ্ছে May 01, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্ব, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের May 01, 2025
img
চার বাংলাদেশিকে তুলে নিল আরাকান আর্মি May 01, 2025
img
ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান May 01, 2025