কবে বিয়ে করছেন দীঘি?

শৈশবে কাবুলিওয়ালা ছবির মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তারপর দীর্ঘ পথ পেরিয়ে তিনি আজ ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয়জীবনে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন দীঘি।

সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক সাড়া এবং আবেগঘন প্রতিক্রিয়ায় অভিভূত এই অভিনেত্রী। বলেন, “এত ভালোবাসা পাচ্ছি, তা ভাবিনি। এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।”

সম্প্রতি এক টকশোতে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন দীঘি। উপস্থাপিকার বিয়ে প্রসঙ্গের জবাবে দীঘি স্পষ্ট করে জানান, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।

দীঘি বলেন, “বিয়ে-শাদীর বিষয়টা যদি বলেন, তাহলে বলি—রিসেন্টলি তো কোনোভাবেই না। আমি আগে আমার পড়াশোনা শেষ করতে চাই, মাস্টার্সটা কমপ্লিট করতে চাই। এরপর একটা স্টেবল ক্যারিয়ার গড়ে তোলা—এই জিনিসটা করতে করতে সাত-আট বছর লেগে যেতে পারে। কিন্তু আমি চাই না, ওই পিক টাইমে কোনো ভুল হোক।”

শিশুশিল্পী হিসেবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের ভেতরের জগৎ দেখেছেন দীঘি। তার ভাষায়, “আমি চোখের সামনে অনেক কিছু দেখেছি। তাই এবার যদি শিক্ষা না নেই, তাহলে আমারই দোষ। এবার আর ভুল করতে চাই না।”

দীঘি জানিয়েছেন, তার লক্ষ্য শুধু ঢালিউডে নয়—আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করা। তিনি বলেন, “আমাদের দেশের অনেক অভিনেত্রী এখন কলকাতা বা বলিউডের ওটিটি কাজেও ডাক পাচ্ছেন। আমিও চাই সেই জায়গায় নিজেকে তৈরি করতে।”

চিত্রনায়িকা হিসেবে দীঘির পথচলা শুরু হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টুর নির্মিত তুমি আছ, তুমি নাই সিনেমা দিয়ে। এরপর নানা চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন।

এখন দীঘির চোখ আগামীর দিকে—একজন ‘পাকা অভিনেত্রী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্রধান লক্ষ্য।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : রিজভী May 01, 2025
img
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হিন্দুদের বিক্ষোভ May 01, 2025
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সাইনবোর্ড May 01, 2025
শাহবাজ শরিফ জয়শঙ্করকে ফোন করলেন ট্রাম্প প্রতিনিধি, কি কথা হলো? May 01, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় প্রশ্ন তুললেন রাশেদ খান May 01, 2025
নোটিশ ছাড়াই অ'ভিযানে রাজ‌উক, অভিযোগ বাড়ি মালিকদের May 01, 2025
বাংলাদেশে প্রথম EV রোডস্টার গাড়ি, নতুন যা থাকছে May 01, 2025
img
নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক-মালিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার: শ্রম সচিব May 01, 2025
img
বান্ধবীদের সঙ্গে মিলে মুরগি চুরি করেছিলেন অপু বিশ্বাস! May 01, 2025
img
কী করলে সবচেয়ে বেশি খুশি হন সানি লিওন? May 01, 2025