কী করলে সবচেয়ে বেশি খুশি হন সানি লিওন?

বলিউড অভিনেত্রী সানি লিওন। সাম্প্রতিক সময়ে কোনো খবরে নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরব। নিয়মিত নিজের হালনাগাদ খবর প্রকাশ করেন।

সম্প্রতি তিনি নিজের একটি কাজের প্রেক্ষিতে জানালেন কোন বিষয়ে সবচেয়ে বেশি খুশি হন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাগরপাড়ের কাছের এক হোটেলের টপ ফ্লোরের সুইমিংপুলে সাঁতার কাটছেন। এরই ফাঁকে তার একজন মেয়ে সঙ্গীর ছবি তুলে দিচ্ছেন সুইমিং পুলে।

এই ছবি তোলার বিশেষত্বও রয়েছে। সানি লিওন নিজের ক্যামেরাকে সুইমিং পুল ও সমুদ্রের পানির সঙ্গে মিলিয়ে ফেলছেন। সাঁতার কাটা, সুইমিং পুলে ছবি তোলা এই পুরো বিষয়টাই সানি লিওনকে খুশি করে। এমনটাই ভিডিওর ক্যাপশনে লিখেছেন।

ওই ভিডিওর সঙ্গে লেখা রয়েছে, ‘এটা আমাকে অনেক খুশি করে।’

ভারতীয় বিনোদন জগতে সানি লিওন যাত্রা শুরু করেন ২০১১ সালে, ‘বিগবস ৫’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে। পরের বছর ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ মডেল, ব্যবসায়ী ও সাবেক পর্নো তারকা। সানির আসল নাম করণজিত্ কর বোহরা। কানাডার অন্টারিওতে ১৯৮১ সালে একটি পাঞ্জাবি পরিবারে তাঁর জন্ম হয়।

১৩ বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান সানি। ১৯৯৯ সালে তাঁর বাবার ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ২০১০ সালে মারা যান সানির বাবা। বাবাকে হারানোর এক বছর আগে মার্কিন রক ব্যান্ড দল ডিসপ্যারোসের লিড গিটারিস্ট ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

অবসরে ছবি আঁকতে পছন্দ করেন সানি। তাঁর অন্যান্য শখের মধ্যে রয়েছে ঘোড়ায় চড়া, বই পড়া, টিভি দেখা ও ভিডিও গেমস খেলা। ঘুরে বেড়ানোর জন্য তাঁর সবচেয়ে পছন্দের জায়গা হাওয়াই। ইতালিয়ান খাবার খেতে দারুণ পছন্দ করেন সানি।

২০০৪ সালে হলিউডের ‘দ্য গার্ল নেক্সট ডোর’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন সানি। ছয় বছর পর ‘দ্য ভার্জিনিটি হিট’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে।

সানি অভিনীত প্রথম চারটি বলিউডের ছবি ‘জিসম ২’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জ্যাকপট’ এবং ‘রাগিণী এমএমএস ২’। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ বাদে বাকি তিনটি ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন সানি। ‘জ্যাকপট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারের।

আরএম/টিএ 




Share this news on:

সর্বশেষ

img
নিজেরা ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, প্রশ্ন রাখলেন মির্জা আব্বাস May 01, 2025
img
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা May 01, 2025
img
পুরনো শ্রমিকদের বুকে জড়িয়ে বিদায় জানালেন মালয়েশিয়ান মালিক May 01, 2025
img
উপকূলে রাতে শীত সকালে ঘনকুয়াশা May 01, 2025
চকলেট প্রেমীদের জন্য দুঃসংবাদ! May 01, 2025
সংঘাতের জন্য প্রস্তুত নয় ভারতের বাহিনী, চলছে পুরনো বিমান দিয়ে May 01, 2025
img
ট্রান্সজেন্ডার হিসেবে আত্মপ্রকাশ রবার্ট ডি নিরোর সন্তানের, সমর্থনে পাশে বাবা May 01, 2025
img
এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির যে নিয়ম বাধা May 01, 2025
img
হজ করতে সৌদি গেলেন ৯ হাজার ৫৪৯ জন May 01, 2025
img
নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’ May 01, 2025