আমার জীবন, কীভাবে বাঁচব, কী করব তা আমিই ঠিক করব : বাঁধন

অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর থেকে নানা ইস্যুতে তার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক মিডিয়াতেও সমসাময়িক ঘটনার ওপর নিয়মিত মন্তব্য করেন তিনি, সম্প্রতি যেমন আত্মনির্ভরশীলতা নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

যেখানে বাঁধন লিখেছেন, ‘আমি এখানে কারও নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি। আমার জীবন, আমার নিয়ম-আমি কী করব, কীভাবে বাঁচব, আর কী হব, তা একমাত্র আমিই ঠিক করি। আমার পথ আমি নিজেই বেছে নিই, আমার সিদ্ধান্ত আমার নিজের।’

তিনি আরও লিখেছেন, ‘কারও অনুমতি, প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই আমার। আমি শুনি যখন চাই, করি যখন মন চায়, আর যে যা-ই বলুক, নিজের অবস্থানে অটল থাকি। আমাকে নিয়ন্ত্রণ করবে? কখনও না, কোনোদিন না।’

কয়েকদিন আগেও এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার ভুলগুলোকে স্বীকার করি এবং বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’

সবশেষ এই অভিনেত্রী বলেছেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’

ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার বাঁধন। একমাত্র সন্তাানকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি। জীবনে নানা ঝড়-ঝাপ্টার পড়েও কখনো ভেঙে পড়েননি। বরং প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে গেছেন। 

আরএম/টিএ 

Share this news on: