রাজধানীর শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লাবিবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পসরা গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে। গুলশানের শাহজাদপুরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে।
নিহত শিশুর বাবা আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে বাসার জানালার বাহিরে হাত বাড়ালে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে লাবিবা। এরপর সে ছিটকে মেঝেতে পড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবিবাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আরআর/এসএন