ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামল ওপেনএআই। তাদের এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে একটি নতুন শপিং টুল, যা ব্যবহারকারীদের অনলাইনে পণ্য খুঁজে পাওয়া, তুলনা করা ও দ্রুত কেনার সুযোগ দেবে।
বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটিতে করা প্রশ্নের উত্তরে এখন পণ্যের ছবি, হালনাগাদ দাম ও সরাসরি কেনাকাটার লিংক দেখা যাবে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীর উদ্দেশ্য বুঝতে পারলেই পণ্যগুলো ভিজ্যুয়াল ক্যারোসেলের মাধ্যমে দেখাবে চ্যাটজিপিটি। তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, এগুলো বিজ্ঞাপন নয়, বরং স্বাধীনভাবে বেছে নেওয়া হবে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে।
পণ্য নির্বাচনের সময় দাম, রেটিং, ব্যবহারকারী পর্যালোচনা, আকার, পূর্বের পছন্দ-অপছন্দ ও নিরাপত্তা মানসহ একাধিক দিক বিবেচনা করা হবে। যদিও ওপেনএআই স্বীকার করেছে, কখনও কখনও এই ব্যবস্থায় ভুল হতে পারে।
এই আপডেটটি চ্যাটজিপিটির সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে এবং এটি অনলাইন খুচরা বাজারে একটি বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।
বিশ্ববাজারে ২০২৫ সালের মধ্যে ই-কমার্স খাতের আকার ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা। যুক্তরাষ্ট্রে এখনো বেশিরভাগ অনলাইন পণ্য খোঁজা হয় গুগল ও অ্যামাজনের মাধ্যমে, তবে ওপেনএআই ইতোমধ্যে গুগলের কিছু বাজার দখলে নিতে শুরু করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, ২০২৫ সালের এপ্রিলে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিতে পৌঁছেছে। কনসালটেন্সি ফার্ম বেইন-এর তথ্যমতে, ব্যবহারকারীদের ৮০ শতাংশই তাদের সার্চের অন্তত ৪০ শতাংশের জন্য এআই জেনারেটেড ফলাফলের ওপর নির্ভর করছেন। এতে গুগলের বাজার শেয়ার নেমে এসেছে ৯০ শতাংশের নিচে।
এসএস