শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, "আমরা বলছি না যে, শ্রমিকদের এক হতে হবে, বরং আমাদের বার্তা হল—মালিক ও শ্রমিক এক হতে হবে। যদি মালিক ও শ্রমিকের সম্পর্ক ভালো না থাকে, তবে শিল্প বা কারখানা সফল হতে পারে না। বর্তমানে অনেক মালিকের অবহেলা রয়েছে, তবে কিছু মালিক তাদের শিল্পকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। তাই, মালিক ও শ্রমিক এক না হলে একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। মালিকরা যেন শ্রমিকদের সন্তানের মতো দেখেন, সেটাই আমাদের আহ্বান।"
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষ্যে র্যালির আয়োজনে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা।
এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি। উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।
আরএ/টিএ