মেহজাবীন অভিনীত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।
সম্প্রতি সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী।এই খবর পাওয়ার পর উচ্ছ্বসিত মেহজাবীন।
অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিশিয়ালি প্রদর্শিত হয়।
অন্যদিকে অভিনেত্রীর স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের জীবনেও আসছে একের পর এক সুখবর। সম্প্রতি তার নির্মিত সিনেমা ‘আলী’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
এমআর/এসএন