টালিউডে আসছে নতুন ছবি ‘আড়ি’। সেখানে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। মূলত মা-ছেলের আদরের সম্পর্ক নিয়ে ছবির গল্প। তাই তো এখনকার সময়ের এই দুই অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।
একটা সময় মৌসুমি চ্যাটার্জি মানেই ছিল যেন বাংলা ছবির ‘নস্ট্যালজিয়া’। একটা সময় নায়িকা হিসেবে পর্দায় তাক লাগিয়েছেন তিনি। এবারও আসছেন দর্শক মাতাতে, তবে নায়িকা নয়- একজন মায়ের চরিত্রে; ‘আড়ি’ সিনেমায় যশের মায়ের চরিত্রে থাকবেন তিনি।
এমন আদুরে গল্পের এক সিনেমা নিয়ে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন যশ ও নুসরাত। এ সময় পর্দার ও পর্দার বাইরের নানা কথাই হয় আলোচনায়।
বর্তমানে যশ-নুসরাত দুজনেই নেট পোকা। সামাজিক মাধ্যমে তাদের অবাধ বিচরণ। নিয়ম করে আপডেট কিংবা ছবি পোস্ট কিংবা এই ‘আড়ি’ নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট দেন তারা। কিন্তু এসবের মাঝে মন্তব্য ঘরে ধেয়ে আসে গালাগালি, কুমন্তব্য।
যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য।
এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।নুসরত বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’
যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’ নুসরাত বললেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।
এমআর/এসএন