রাতে ঘুমাতে পারি না, তাই খেলা কম দেখি : তানহা তাসনিয়া

মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে অনেক ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে অনেক হতাশ হই। তাই আমি খেলা দেখি না। খেলায় হারলে আমার অনেক কষ্ট লাগে।

রাতে ঘুমাইতে পারি না, এই জন্য খেলা কম দেখি।’

এমআর/এসএন


Share this news on: