ঝিনাইদহের শৈলকুপায় এক মৃত ব্যক্তির জানাজার নামাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সিদ্ধি গ্রামে এমন ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে সিদ্ধি গ্রামের মৃত মুনতাজ শেখের ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।জোহর, আসর ও মাগরিবের তিন সময়ে তার জানাজার নামাজের জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নিলে পাওনাদারেরা এসে বাধা দেয়।
মৃতের ছেলে বাধন ইসলাম বলেন, আমার বাবা আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুপুর থেকে তিন দফায় তার জানাজার আয়োজন করি। তবে পাওনাদারদের বাঁধায় জানাজা সম্পন্ন করতে পারিনি।এমনকি তারা বলছে আমার দাফন পর্যন্তও করতে দিবে না। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে জানতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমআর/এসএন