ওয়েভস সামিটে শ্রেয়ার কণ্ঠে বাংলা গান

তিনি শ্রেয়া ঘোষাল। আসমুদ্রহিমাচল তাঁর কণ্ঠের অনুরাগী। প্রায় আড়াই দশক ধরে টিনসেল টাউন মাতাচ্ছেন বঙ্গকন্যা। এবার মুম্বইয়ে ওয়েভস সামিটের মঞ্চেও দেখা গেল তাঁর জাদু। আর সেই জাদু তিনি দেখালেন বাংলা ভাষাতেই।

বৃহস্পতিবার ১ মে থেকে শুরু হয়েছে ওয়েভস সামিট। চলবে ৪ মে পর্যন্ত। এদিনের অনুষ্ঠানকে শুরুতেই সাংস্কৃতিক দিক থেকে উঁচু তারে বেঁধে দিলেন শ্রেয়াই। দর্শকদের মন জিতে নিলেন বাংলা গানেই। উল্লেখ্য, এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে হাজির ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, আমির খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার, আলিয়া ভাটের মতো জনপ্রিয় শিল্পীরা। মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ বলছে ওয়াকিবহাল মহল। আর সেই ইতিহাসের অংশ হয়ে রইল এক বঙ্গকন্যার কণ্ঠনিঃসৃত সঙ্গীত।

এসএন 

Share this news on: