বাসায় ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রাজধানীতে গ্রেফতার ২

রাজধানীর ভাটারা এলাকা থেকে বিকৃত যৌন আচরণ ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)। বৃহস্পতিবার (১ মে) বিকালে ভাটারার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

ভাটারা থানা পুলিশ জানায়, মো. আব্দুল্লাহ নামে এক ব্যক্তি গত ২৯ এপ্রিল ফেসবুক স্ক্রল করার সময় একটি অ্যাকাউন্টে ‘ফেমডম সেশন’-এর নামে পুরুষদের উলঙ্গ করে নির্যাতনের ভিডিও দেখতে পান। ভিডিওগুলো পরে টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আব্দুল্লাহ অভিযুক্ত শিখা আক্তারের সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন এবং নির্ধারিত বিকাশ নম্বরে ৫০০ টাকা পাঠান। পরে তাকে নির্দিষ্ট একটি বাসায় যেতে বলা হয়।

৩০ এপ্রিল তিনি সেখানে গেলে দেখতে পান, শিখা ও সুইটি আক্তারসহ আরও কয়েকজন মিলে এক পুরুষকে উলঙ্গ করে নির্যাতন করছেন এবং সেটির ভিডিও ধারণ করছেন।

পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে শিখা ও সুইটি আক্তারকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিকৃত যৌনাচারে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ পোশাক, হাই হিল ও বুট জুতা, এবং মোবাইল ফোন।

আব্দুল্লাহর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।


এসএস

Share this news on: