ভারতে নিষিদ্ধ হচ্ছেন আফ্রিদি!

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতকে তীব্র কটাক্ষ করে ও সেনাবাহিনীকে ব্যর্থ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এ বক্তব্যে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, পাকিস্তানের সাবেক সতীর্থরাও তীব্র সমালোচনা করেছেন। বিতর্কের জেরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে আফ্রিদির ইউটিউব চ্যানেল।

২৭ এপ্রিল পাকিস্তানের সামা টিভির এক টকশোতে আফ্রিদি বলেন,
“কাশ্মীরে আট লাখ সেনা মোতায়েনের পরও যদি এমন হামলা হয়, তাহলে এটা প্রমাণ করে তারা অযোগ্য ও অকর্মণ্য। নিজেদের দেশের মানুষকেও নিরাপত্তা দিতে পারছে না।”

আফ্রিদির এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,
“কারগিলেও তোমাদের হারিয়েছিলাম। এত নিচে নেমে গেছো, আর কত নিচে নামবে? অহেতুক মন্তব্য না করে নিজের দেশের উন্নয়নে মন দাও। আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত।”

এই পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেই আফ্রিদি আবার লেখেন,
“হার-জিত বাদ, শিখর ধাওয়ান—তোমাকে চা খাওয়াতে চাই।”
এতে ইঙ্গিত ছিল ২০১৯ সালে পাকিস্তানে ধরা পড়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান-এর ‘চা’ বিতর্কের দিকে।

এদিকে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া আফ্রিদির মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন,
“যে ব্যক্তি হিন্দুদের সঙ্গে বসে খেতেও রাজি না, সে এখন চা খাওয়াতে চায়? জানতাম না ভণ্ডামি চা সার্ভিসের সাথেও আসে!”

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে উঠলে ভারত সরকারের পক্ষ থেকে আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে শোয়েব আখতার, বাসিত আলী, রাশিদ লতিফ ও তানভির আহমেদের পর আফ্রিদি হলেন পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার, যাঁর ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ হলো।


এসএস

Share this news on: