অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হোন: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের ওপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হোন।

তিনি বলেন, সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের ওপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার(২ মে) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‌‘সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে, এটাই স্বাভাবিক। সে জন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে, টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে, এমন কালচার আমরা দেখতে চাই না। আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে গ্রহণ করতে নয়। আমরা এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দিয়ে সংস্কার হবে- এমনটা বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারপ্রধান হিসেবে তার ওপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। তারা যে সংস্কারের কথা বলছে, তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে, তা পুরনো স্টাইলেই আগাচ্ছে। চাঁদাবাজি ও শোডাউনের রাজনীতি করতে গিয়ে তারা কাকের গায়ে ময়ূয়ের পালক লাগিয়েছে।'

তিনি বলেন, ‘যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হোন।

আরআর/টিএ

Share this news on: