ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে তিনটার দিকে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক গোলাম মোস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোলাম মোস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক বোরো ধান কাটতে জমিতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে এবং শুরু হয় বৃষ্টি। এরইমধ্যে আকস্মিক বজ্রপাত হলে দুইজনই অচেতন হয়ে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন। আহত আফিজুল হক বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

আরআর/টিএ

Share this news on: