মাসখানেক আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা চক্রবর্তী। জানিয়েছিলেন অভিনেতার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কথা। যদিও এ নিয়ে জলঘোলাও কম হয়নি।
এখন একে অপরের থেকে আলাদা রয়েছেন এই টালিউডের তারকা দম্পতি। পৃথাকেও সুদীপের প্রাক্তন স্ত্রী হিসাবেই সম্বোধন করা যায়। কারণ, তাদের আইনি বিচ্ছেদ হয়ে গেছে।
সামাজিক মাধ্যমে যখন পৃথা বিচ্ছেদের খবর দেন, তখন তার পোস্ট নিয়ে তোলপাড় পড়ে যায় নেটমাধ্যমে। নেটিজেনদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।
সুদীপ-পৃথার বিচ্ছেদ হয়েছে মাসখানেক। এর মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন পৃথা। ফেসবুকে এতদিন দেখা যেত, তার প্রোফাইলের নাম ‘পৃথা চক্রবর্তী’। কিন্তু বিতর্কের পর রাতারাতি নাম বদলে ফেলেছেন তিনি। এখন খুঁজে দেখলে আর পৃথা নামের কোনো প্রোফাইল দেখা যাবে না। নাম বদলে সঞ্চারি চক্রবর্তী করেছেন তিনি।
বিতর্কের জন্যই কি এমন সিদ্ধান্ত নিলেন কি না, তা নিয়ে প্রশ্ন নেটিজেনদের। তাদের একাংশের অনুমান, ফেসবুকে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা পোস্ট করার পরেই বিপুল সমালোচনা শুরু হয়েছিল। এমনকি নানা ধরনের কটূক্তিও শুনতে হয়েছে তাকে। যার ফলে অনেক ভাবনা চিন্তা করে নিজের নাম পরিবর্তন করেছেন পৃথা।
অভিনেতা সুদীপ যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে ‘সঞ্চারি’ জানিয়েছেন, সঞ্চারি নাকি তার ভালো নাম।
এফপি/টিএ