সীমান্তে ছবি তুলতে যাওয়া মামা-ভাগিনাকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোজো ডেস্ক 02:21AM, May 03, 2025
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) সন্ধ্যার আগে ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক দুজন সম্পর্কে মামা-ভাগনে।
আটক ব্যক্তিরা হলেন—রিমন ইসলাম, একজন এসএসসি পরীক্ষার্থী, এবং তার মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম। স্থানীয়রা জানান, তারা সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় বিএসএফ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা জড়ো হতে থাকেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, এ বিষয়ে বিজিবি ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। তিনি আরও জানান, বিএসএফকে দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানানো হয়েছে এবং তাদের আজই ফেরত দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।