জাতীয় কবির স্মরণে ত্রিশালে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

চিরগৌরবের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ইত্যাদির একটি সংকলিত পর্ব প্রচারিত হতে যাচ্ছে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির ধারণকৃত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তাঁর প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়।

অনুষ্ঠানে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দু’টি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন মেহেদী। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। এ ছাড়া এবারের সংকলিত এই পর্বে ইত্যাদির সাভার ইপিজেড পর্ব থেকে জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দীর একটি গান সংকলন করা হয়েছে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। রয়েছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র, পিএইচডি ডিগ্রিধারী একজন উচ্চশিক্ষিত ব্যক্তি অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক প্রিন্সের বিশাল কৃষি কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন।

রয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি মানবিক প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে গ্রিসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণকৃত স্থান ত্রিশাল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে কিছু নজরুলসংগীত ও লোকসংগীত নিয়ে। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক ময়মনসিংহের সন্তান রেজাউল করিম আসলাম।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি প্রচার হবে শুধু বাংলাদেশ টেলিভিশনে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শ্রম আইন সংশোধন ও মজুরি বৃদ্ধিতে ঐকমত্য, উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইন্ডাস্ট্রিঅল May 03, 2025
img
চিয়া বীজ খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, গবেষণায় বিজ্ঞানীদের দাবি May 03, 2025
জাতীয় আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ May 03, 2025
img
‘সরকারে থেকেও নাহিদ কেন আওয়ামী লীগের বিচার করতে পারেননি’ May 03, 2025
img
এখন থেকে মেট্রোরেলের পাঁচটি স্টেশনে থাকছে বিশেষ ব্যবস্থা May 03, 2025
img
চালের দাম একবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে : খাদ্য উপদেষ্টা May 03, 2025
img
৫০০ কর্মী নিয়ে মশা নিয়ন্ত্রণ-পরিচ্ছন্নতা অভিযান করলো দক্ষিণ সিটি May 03, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা হেফাজতে ইসলামের May 03, 2025
শেখ হাসিনাকে কওমি জননী বলাটা মনের ভাষা ছিলো না, মুখের ভাষা ছিলো May 03, 2025
নির্বাচন নাকি সংস্কার কোনটা আগে? May 03, 2025