চিয়া বীজ খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, গবেষণায় বিজ্ঞানীদের দাবি

চিয়া বীজ খেলে ওজন কমে— এতদিন এমনটাই জানা ছিল সবার। তবে চিয়া বীজে উচ্চরক্তচাপও নিয়ন্ত্রিত হয়, এমন তথ্যই দিলেন বিজ্ঞানীরা। পাবমেড থেকে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, চিয়া বীজ নিয়মিত খেলে ও নিয়ম মেনে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

চিয়া বীজে আছে ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। আর চিয়াতে রয়েছে ওমেগা-৩এস। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে চিয়া বীজ আলফা লিনোলেনিক অ্যাসিডে সমৃদ্ধ, যা রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। সে কারণে চিয়া বীজ খেলে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। এর ফলে রক্তের চাপও নিয়ন্ত্রিত হয়।

গবেষকরা বলছেন, হার্ট ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অবসাদ ও উদ্বেগজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া চোখ ভালো রাখতেও এ উপাদানটি প্রয়োজন। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাছ থেকেই পাওয়া যায়। কিন্তু মাছ খেতে অনেকেই পছন্দ করেন না। সে ক্ষেত্রে চিয়া বীজই ভালো এর বিকল্প হতে পারে।

যেভাবে চিয়া বীজ খেলে আপনি উপকৃত হবেন। চলনু জেনে নেওয়া যাক কীভাবে খাবেন চিয়া বীজ।

১. সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সেই বীজ সকালে দুধ ও ড্রাই ফ্রুটসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে উপকার বেশি হবে।
২. চিয়া বীজের সঙ্গে মধু ও দই মিশিয়েও খাওয়া যেতে পারে। এতে পেট ঠান্ডা থাকবে এবং হজমের সমস্যা দূর হবে।
৩. চিয়ার স্মুদি বানিয়েও খাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে রাতে ভেজানো চিয়া বীজ ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে দই মিশিয়ে খেতে পারেন।
৪. ওটমিলের সঙ্গেও চিয়া মিশিয়ে খাওয়া যেতে পারে। ওটমিল, চিয়া ও শসার স্যালাদ থেকে লিভার ভালো থাকবে।

দুই চা চামচ চিয়া বীজ থেকে পাওয়া যায় ১৩৮ ক্যালোরি। প্রোটিন রয়েছে প্রায় ৫ গ্রাম। মোট ফ্যাটের পরিমাণও তাই। কার্বোহাইড্রেট ১২ গ্রাম। ফাইবার ১০ গ্রাম, ক্যালশিয়াম ১৭৯ মিলিগ্রাম, আয়রন ২ মিলিগ্রাম এবং জিঙ্কের পরিমাণ ১.৩ মিলিগ্রাম। গবেষকরা বলছেন, চিয়ায় ফাইবার ও খনিজ থাকলেও তা কিন্তু মেপেই খেতে হবে। অতিরিক্ত চিয়া বীজ খেয়ে ফেললে আবার হিতে বিপরীত হতে পারে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের ধোঁয়া দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: মঈন খান May 04, 2025
img
আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ May 04, 2025
img
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেফতার May 04, 2025
img
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা May 04, 2025
img
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ববির বিতর্কিত ঘটনার তদন্তে কমিটি গঠন May 04, 2025
img
ডিবি সেজে চাঁদাবাজি, আসল ডিবির হাতে আটক ২ May 04, 2025
img
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে May 04, 2025
img
একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা May 04, 2025
img
গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ অন্তর্বর্তী সরকার শোধ করেছে: পান্না May 04, 2025
img
যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬ May 04, 2025