মুস্তাফিজকে ছাড়াই নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, দলে নতুন মুখ?

তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫ মে থেকে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হবে।

ঘরের মাঠে আসন্ন সিরিজটি সামনে রেখে গেল সপ্তাহে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। যদিও নামে ‘এ’ দলের হলেও জাতীয় দলে বেশিরভাগ ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।

মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন ছাড়াও আছেন মুস্তাফিজুর রহমান। অবশ্য শেষ মুহূর্তে ফিজকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

চলতি মাসে বাংলাদেশ দলের দুটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। যে কারণে ফিজকে পুরোপুরি ফিট রাখতেই যথাযথ বিশ্রামের সিদ্ধান্ত নির্বাচকদের। আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল।

১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল :

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

 আরএম/টিএ


Share this news on: