ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা

ময়মনসিংহে আবাহনীকে টাইব্রেকারে হারিয়েই চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায়ও জয় পেয়েছে ফেডারেশন কাপজয়ীরা।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ২-০ গোলে আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম যে গোলটি করলেন ফাহিম তা অনেকদিন ফুটবল প্রিয়দের চোখে লেগে থাকবে। দুই সতীর্থর সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলার পর শেষে বক্সের মধ্যে থেকে ডান পায়ে দারুণ এক শট নেন বসুন্ধরার ফরোয়ার্ড।
 
ফাহিমের শট বুঝে ওঠার আগেই বলকে জালে দেখত পান আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের নায়ক ফাহিম। বাঁ প্রান্ত থেকে তার বাঁ পায়ের শট গোলরক্ষক মিতুলের হাতে লাগলেও ঠিক জাল খুঁজে নেয়। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন রাকিব হোসেন।
গোল শোধ দেওয়ার চেষ্টা করেও পারেনি আবাহনী।

উল্টো আরও গোল হজম করা থেকে বেঁচে গেছে আকাশী নীলরা। ৮২ মিনিটে বক্সের মধ্যে দারুণ এক পাস দিয়েছিলেন ফাহিম। বদলি নামা ইনসান যেখানে পাস পেয়েছিলেন তাতে বলটা জালে জড়ানো সহজই ছিল। কেননা তার সামনে শুধু গোলরক্ষক মিতুল ছিলেন। বসুন্ধরার ফরোয়ার্ড চলন্ত বলে মারলেনও কিন্তু তা আবাহনীর বক্সের উপর দিয়েই চলে গেল।
 
৮৫ মিনিটে আবাহনীকে বাঁচায় বাঁ প্রান্তের পোস্ট। যদিও ইফতির নেওয়া শটটায় পাওয়ার তো ছিলোই না সঙ্গে ঠিকমতো নিতেও পারেনি। তার আগে ইনসানও ঠিকমতো শট নিতে পারেননি। সেই সুযোগটাই ইফতি পেলে তা পোস্টে লেগে ফিরে আসে।
 
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আবাহনী। বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এয়ার বল ধরতে গিয়ে ফসকালে তা পেয়ে যান আরমান ফয়সাল আকাশ। কিন্তু গোলবারের সামনে শুধু শ্রাবণকে পেয়েও অবিশ্বাস্যভাবে বারের ওপর দিয়ে মারেন তিনি। যোগ করা সময়ের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। তার শাস্তি স্বরূপ বসুন্ধরার সোহেল রানা সিনিয়র ও সাদ উদ্দিন লাল কার্ড দেখেন। অন্যদিকে আবাহনীর মেহেদীর হলুদ কার্ডের বিপরীতে লাল কার্ড দেখেন শাহীন। এরপর খেলা শুরু হতেই ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের শুল্কনীতিতে অ্যামাজনে চীনা বিক্রেতাদের বাড়তি সুবিধা : সিইও May 03, 2025
img
রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট May 03, 2025
img
বজ্র-বৃষ্টির সঙ্গে ‘কিছুটা’ বাড়বে তাপ May 03, 2025
img
২৫০ মিলিয়ন ইউরো নিয়ে একজনের জন্য প্রস্তুত বায়ার্ন মিউনিখ May 03, 2025
img
হ্যাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ May 03, 2025
img
সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন May 03, 2025
img
ভারতে মন্দিরে পদদলনে নিহত অন্তত ৬ May 03, 2025
img
‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত’ May 03, 2025
img
সর্দি-কাশি থেকে দূরে থাকতে রোজ সকালে কী খান কঙ্গনা? May 03, 2025
img
পঞ্চগড়ে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কৃষকের May 03, 2025