চিলিতে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আজ শুক্রবার আঘাত হেনেছে আর্জেন্টিনা ও চিলিতে। ভূমিকম্পের পর চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি ঘটেছে ক্যাপ হর্ন ও অ্যান্টার্টিকার মাঝখানের ড্রেক প্যাসেজে, এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর পর চিলির বিপর্যয় প্রতিরোধ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকার সব মানুষকে সরে যেতে নির্দেশনা দিয়েছে। সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, সেখানে সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মেগানেলেসে সুনামির সতর্কতামূলক সাইরেন বাজছে। আর মানুষ খুব স্বাভাবিকভাবে সেখান থেকে সরে যাচ্ছেন।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিলির সর্বদক্ষিণের বিভিন্ন শহর এবং অ্যান্টার্টিকার বেসে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।

দেশটির অ্যান্টার্টিক ইনস্টিটিউট বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সুনামি সতর্কতার কারণে তাদের বেসগুলো খালি করে সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সুনামির সতর্কতা সংশ্লিষ্ট সংস্থা এনওএএ জানিয়েছে, অ্যান্টার্টিকায় ০ দশমিক ৩ মিটার উচ্চতার, আর চিলির মূল ভূখণ্ডে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে আমরা সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশনা শোনা। সম্ভাব্য সুনামির জন্য সব ধরনের প্রস্তুতি আছে আমাদের।”  সূত্র: রয়টার্স

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের শুল্কনীতিতে অ্যামাজনে চীনা বিক্রেতাদের বাড়তি সুবিধা : সিইও May 03, 2025
img
রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট May 03, 2025
img
বজ্র-বৃষ্টির সঙ্গে ‘কিছুটা’ বাড়বে তাপ May 03, 2025
img
২৫০ মিলিয়ন ইউরো নিয়ে একজনের জন্য প্রস্তুত বায়ার্ন মিউনিখ May 03, 2025
img
হ্যাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ May 03, 2025
img
সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন May 03, 2025
img
ভারতে মন্দিরে পদদলনে নিহত অন্তত ৬ May 03, 2025
img
‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত’ May 03, 2025
img
সর্দি-কাশি থেকে দূরে থাকতে রোজ সকালে কী খান কঙ্গনা? May 03, 2025
img
পঞ্চগড়ে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কৃষকের May 03, 2025