রাখাইনে জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে এক বৈঠকে। ওই প্রস্তাব বাস্তবায়নে তারা চীনের সহযোগিতাও কামনা করে। তবে পরে দলটির আমির ডা. সৈয়দ আবদুল্লাহ এ বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন এবং মূল বক্তব্য থেকে সরে আসেন।

জামায়াতে ইসলামীর এমন প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের অখণ্ডতাকে ক্ষুন্ন করে। জামায়াত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক সুবিধার জন্য যোগাযোগ করেছে বলেও অভিযাগ করেছে তারা।

এছাড়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে, “মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে।” রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।

মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা।

জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে, রাখাইনে জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা। এই সময় মিয়ানমারের অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে— অভিযোগ করে জান্তা সরকার।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের ধোঁয়া দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: মঈন খান May 04, 2025
img
আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ May 04, 2025
img
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেফতার May 04, 2025
img
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা May 04, 2025
img
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ববির বিতর্কিত ঘটনার তদন্তে কমিটি গঠন May 04, 2025
img
ডিবি সেজে চাঁদাবাজি, আসল ডিবির হাতে আটক ২ May 04, 2025
img
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে May 04, 2025
img
একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা May 04, 2025
img
গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ অন্তর্বর্তী সরকার শোধ করেছে: পান্না May 04, 2025
img
যমুনা তীর রক্ষা প্রকল্পের ব্লকসহ গ্রেফতার ৬ May 04, 2025