প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ভারতের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে যদি ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশের জনগণের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে প্রস্তুত থাকার ঘোষণাও দিয়েছে তারা। খবর জিও নিউজের।

শুক্রবার (২ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্স (সিসিসি) শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া শীর্ষ সামরিক কর্মকর্তারা পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “যেকোনো আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান প্রস্তুত।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। এরপর ভারত সরকার হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তোলে। যদিও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করেছে।

উত্তেজনা বাড়িয়ে ভারত ইতোমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াগা সীমান্ত বন্ধসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করেছে।

সিসিসি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা এবং ভূরাজনৈতিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান আসিম মুনির দেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, মনোবল এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। তিনি সব সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন।

বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সৃষ্ট এই উত্তেজনা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠছে।


এসএস

Share this news on:

সর্বশেষ