যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত।

“কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার”, বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, “এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে চরম উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে।

এমন আবহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান চৌধুরী May 04, 2025
img
সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছি: ফারুক May 04, 2025
img
সীমান্তে উত্তেজনা, মোদীর কণ্ঠে সন্ত্রাসবিরোধী কঠোর বার্তা May 04, 2025
img
শুরু হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি May 04, 2025
img
মে মাসে বাড়বে তাপ, থাকবে ঝড়-বৃষ্টি, আশঙ্কা ঘূর্ণিঝড়েরও May 04, 2025
img
ফকিরেরপুলের কাছে হেরে পিছিয়ে পড়ল চট্টগ্রাম আবাহনী May 04, 2025
img
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক May 04, 2025
img
চার মাসে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে May 04, 2025
img
৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন, আহ্বান জামায়াত নেতার May 04, 2025
img
নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা May 03, 2025