শুরু হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি

চারটি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ম্যাচ। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।

তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের নাম টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স। আয়োজনটির টাইটেল স্পন্সর ওয়ালটন ক্যাবল।

‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ শুরুর আগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালেহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিজেদের মধ্যে বিবাধে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। ২০২৩ সালে মাঠে গড়ানো এ আসরের দুই বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। তবে এবার বদলে গেছে আসরের নাম ও ফরম্যাট।

এ বছর ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয়; বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা– এমনটি জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮ জন May 07, 2025
img
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতি করার দাবি পাকিস্তানের May 07, 2025
img
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক May 07, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের ওপর ছাত্রদল নেতার হামলা May 07, 2025
img
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল ৩ May 07, 2025
img
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণ! May 07, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে : উপদেষ্টা May 07, 2025
img
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ পরামর্শ May 07, 2025
দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান May 07, 2025
img
ইতিহাস গড়েও সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ May 07, 2025