ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে।
পাকিস্তানের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতের অভ্যন্তরে তিনটি ভিন্ন ভিন্ন স্থানে যুদ্ধবিমানগুলো গুলি করে নামানো হয়েছে। এ ছাড়া নয়াদিল্লির একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। অপর এক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন, তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
তবে সিএনএন জানিয়েছে, তারা নিজেরা পাকিস্তানের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে বিষয়টি নিশ্চিতে হতে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটি।
পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, আমরা নিশ্চিত করছি ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তবে নাম গোপন রাখার শর্তে অপর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, পাকিস্তানের সেনারা ভারতের তিনটি বিমান ভূপাতিত করেছে।
তিনি বলেন, “আমরা ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দাতে একটি যুদ্ধবিমান, এবং দুটি বিমান ভারত অধিকৃত কাশ্মিরের অবন্তীপোরা এবং আখনুরে ভূপাতিত করেছি। পাকিস্তানে হামলার পর এই যুদ্ধবিমানগুলো ভারতে অবস্থান করছিল এবং ওই সময় আমরা (বিমান বিধ্বংসী) মিসাইল ছুড়ি।”
তিনি আরও বলেন, “পাকিস্তানে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে ভারত এই দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তাই আমাদের জবাব দিতে হতে। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হতো।”
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ ধারণ করে। ভারত মধ্যরাতে প্রথমে মিসাইল হামলা চালায়; এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি তাদের একটি ব্রিগেড সদরদপ্তর ও সীমান্ত রেখার একটি নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
আরএ