পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরো জানান, এই হামলায় আহত হয়েছে আরো ৪৬ পাকিস্তানি।

এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনীর বরাতে আজ বুধবার বিবিসির লাইভে এ কথা বলা হয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এবং তাংধর এলাকার বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে।

এর আগে পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছে।

ভারতের বিমান হামলা এবং সীমান্তের আন্ত সীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

আরএম/এসএন 

Share this news on: