ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগনি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী ১৪ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদক সূত্র জানায়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের তদন্তে বক্তব্য জানতে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় তাকে থাকতে বলা হয়। এরইমধ্যে তলবি নোটিশ তার ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।