বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

সাময়িকভাবে সব ফ্লাইট বন্ধ রেখেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। গত বৃহস্পতিবার (২ মে) থেকে তাদের কোনো ফ্লাইট আকাশে উঠছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, নভোএয়ার জানিয়েছে যে এটি ‘সাময়িক বিরতি’, এবং তারা দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট পরিচালনা শুরু করতে চায়।

নভোএয়ারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাদের বহরে থাকা পাঁচটি এটিআর উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইন্সপেকশনের জন্য আসবেন, আর এ কারণেই সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

তবে এই ‘সাময়িক’ সময়টা আসলেই কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ নিশ্চিত করে কিছু জানায়নি।

এর আগে চলতি বছরের ২০ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছিল নভোএয়ার। যদিও প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও বিক্রি শুরু করে তারা। কিন্তু ১০ দিন না যেতেই ফের বন্ধ হয় টিকিট বুকিং।

ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটে পড়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে বন্ধ করে দেয় তাদের একমাত্র আন্তর্জাতিক রুট—কলকাতা।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, পুরনো উড়োজাহাজ বিক্রি করে মাঝারি আকারের অত্যাধুনিক এয়ারবাস কিনে বহর আধুনিকায়নের পরিকল্পনা আছে তাদের। তবে বিনিয়োগকারী না পাওয়ায় সেই পরিকল্পনায়ও অগ্রগতি হয়নি।

সর্বশেষ পরিস্থিতি জানতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।


এসএস

Share this news on: