Ajay Devgn ভক্তদের জন্য সুপার সুখবর! ‘Raid 2’ এখনও মুক্তি পায়নি, তার আগেই চূড়ান্ত ঘোষণা—‘Raid 3’ আসছেই!
প্রযোজক Bhushan Kumar ও Kumar Mangat জানিয়েছেন, Raid সিরিজের তৃতীয় অধ্যায় একেবারে লক হয়ে গেছে। Bhushan স্পষ্ট বললেন, “Raid 3 তো আসবেই, একদম আসবেই!”
Raid 2 বানানোর সময়েই ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে রেখেছিলেন নির্মাতারা। এবার Amay Patnaik-কে ঘিরে গড়ে উঠছে দুর্নীতিবিরোধী হিরো ইউনিভার্স—যেখানে জাস্টিস বনাম দুর্নীতির লড়াই হবে সিনেমার মেরুদণ্ড।
‘Raid 2’-তে Ajay Devgn আবারও সেই দুর্নীতির ত্রাস হয়ে ফিরছেন—IRS অফিসার Amay Patnaik হয়ে। পরিচালনায় রয়েছেন Raj Kumar Gupta, যিনি প্রথম Raid বানিয়ে দর্শকের মন জয় করেছিলেন।
এবার গল্পে রয়েছে Amay-এর ৭৫তম রেইড। তদন্ত ঢুকে পড়বে রাজনীতি ও কালো টাকার অন্ধকার জগতে। আর তার সামনে ভয়ঙ্কর ভিলেন—Dada Manohar Bhai, চরিত্রে Riteish Deshmukh।
এই থ্রিলারধর্মী কাহিনিতে আরও রয়েছেন Vaani Kapoor, Rajat Kapoor, Saurabh Shukla, Supriya Pathak ও Amit Sial।
সাউন্ডট্র্যাক ইতিমধ্যেই ভাইরাল, সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর সিনেমার গান দর্শকদের আগাম উত্তেজনায় রেখেছে।
সবমিলিয়ে এক কথায়—Raid সিরিজ এখন এক শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। ‘Raid 2’ আসছে ১ মে ২০২৫-এ, আর তার পরেই পর্দা কাঁপাবে ‘Raid 3’।
‘The Raid Universe’—এখন আর থামার নয়!
এসএন